ছাতকে কবি দুর্বিণশাহ’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে জ্ঞানের সাগর দুর্বিণশাহ’র ৯৭তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে বাউল সাধক দুর্বিণশাহ’র জন্মদিন কেকে কেটে উদযাপন করা হয়। দুর্বিণশাহ পরিষদ ও শিল্পকলা একাডেমির উদ্যোগে জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অডিটোরিয়ামে অনুষ্ঠত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্যা নুরুন্নাহার চৌধুরী চিনু, সহকারী কমিশনার(ভুমি) সোনিয়া সুলতানা। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, দুর্বিণশাহ’র পুত্র আলম শাহ। স্বাগত বক্তব্য রাখেন, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শিমুল দত্ত ময়না। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধছাতকে এসপি কাপ ফুটবল টিম গঠনে পস্তুতি সভা
পরবর্তী নিবন্ধটেক্সাসে এক চার্চে বন্দুকধারীর গুলিতে নিহত ২৬