নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছাতক উপজেলা ফুটবল একাদশ অংশ গ্রহনের এক প্রস্তুতি সভা শনিবার রাতে ছাতক থানা অফিসার্স ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী বিশিষ্ট ফুটবলার লাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক তাপস চৌধুরী, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, বিল¬াল আহমদ, সাবেক পৌর কমিশনার রজনু আহমদ, ইউপি সদস্য লিয়াকত আলী, ফুটবলার জোয়াহির, সৈয়দ আহমদ লেচু, রুয়েল মিয়া প্রমুখ। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ফুটবল খেলোয়ার সংগ্রহ করে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে একটি ফাইটিং টিম গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা প্রশাসন ও থানার একজন কওে প্রতিনিধি, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী ও দু’জন সাবেক ফুটবলার নিয়ে ৫ জনের একটি বাছাই কমিটি গঠন করা হয়ছে।