ছাতকের সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ ফেব্রুয়ারি ভোট

নুর উদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৩ জানুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়ন দাখিল করা যাবে ৩১ জানুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি।
গত বছরের ১৭ মে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে ফেইসবুকে লাইভ দিয়েছিলেন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন মো. সাহেল। এরপর তাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাল্লায় ফসল রক্ষার নামে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জ-ভৈরব নৌ-পথে মাসে ১০ কোটি টাকা চাঁদাবাজি