ছাতকের সমাজসেবী হাজী ধন মিয়া আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈঁদেরগাঁও ইউনিয়নের বিলপার (হাজী বাড়ি) গ্রামের প্রবীণ মুরব্বি, সমাজসেবী হাজী ধন মিয়া আর নেই। তিনি সোমবার দুপুরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মুত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর।
মঙ্গলবার সকালে মরহুমের গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জ সৈঁদেরগাঁও ইউপির বিলপার (হাজী বাড়ি) গ্রামে যানাজা শেষে পাবিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি পুত্র, কন্যা নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন।
যানাজায় ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, গোবিন্দগঞ্জ সৈঁদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, রামপাশা ইউপি চেয়ারম্যান এড. আলমগীর, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, গোবিন্দগঞ্জ সৈঁদেরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, ছাতক উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এড. আবুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এদিকে, হাজী ধন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, গোবিন্দগঞ্জ সৈঁদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, তারা তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধরোহিত শর্মার ক্যাচ মিসের পর উইকেটের জন্য হাহাকার
পরবর্তী নিবন্ধসৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে রোহিত শর্মার বিশ্বরেকর্ড