নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের ভূমিতে গড়ে ওঠা শতাধিক বাসা-বাড়ি ও দোকান কোঠা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় এ উচ্ছেদ অভিযান করা হয়।

জানা যায়, সিলেট-ছাতক পাঁচ বছর ধরে পরিত্যক্ত রেলওয়ে সংস্কারের জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে পুরাতন রেললাইন তুলে রেল লাইনের দুই পাশের স্থাপনা উচ্ছেদ করা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযান করা হয়। এতে শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয় এস্কেভেটর।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (রেলওয়ে ভূমি ও ইমারত) ডেপুটি কমিশনার (উপসচিব) মো: নাসির উদ্দিন মাহমুদ, ছাতক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছের, বাংলাদেশ রেলওয়ে সিলেটের সিনিয়র সহকারি নির্বাহী প্রকৌশলী সৈয়দ আজমাঈন মাহতাব, উর্ধতন উপসহকারি প্রকৌশলী (কার্য) রেজাউল হক, উর্ধতন উপসহকারি প্রকৌশলী (অর্থ) মোজাম্মেল হক, জিআরপি সিলেট থানার ওসি আবদুল কুদ্দুসসহ সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #