ছাতকের মাতৃত্বকাল ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

নুর উদ্দিন : [২] ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ হল রুমে ২০২০-২০২১ অর্থবছরের মাতৃত্বকাল ভাতা কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের ইউনিয়ন ভিত্তিক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
[৩] ছাতক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলামের আয়োজনে উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ হল রুমে সোমবার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
[৪] ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বিল্লাল আহমেদের সভাপতিত্বে এবং  ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজিজুল হক জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান  ফজলুর রহমান।
[৫] বিশেষ  অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম। বক্তব্য রাখেন, ইউপি সচিব বাবু মনোমত রায়, সাবেক মেম্বার আসকর আলী, নুর উদ্দিন মেম্বার প্রমুখ। কর্মশালায় ইউনিয়নের সকল মাতৃত্বকাল ভাতাভোগী বৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ১৬ ইউনিয়নে মধ্যে ১৩টিতে নৌকা, ৩টায় স্বতন্ত্র প্রার্থী বিজয়
পরবর্তী নিবন্ধকাউন্সিলর সোহেল হত্যায় দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত