ছাতকের দক্ষিন খুরমা ইউনিয়নে মূল লড়াই হবে দুই বিদ্রোহীর

সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতকের খুরমা দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রাম-গঞ্জে, হাট-বাজার, পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। শীতের আগমনে প্রার্থী ও ভোটাররা দিন রাত নির্বাচনী আলাপ-আলোচনায় ব্যস্ত।

এখানে আওয়ামীলীগের প্রতিপক্ষ আওয়ামীলীগ। বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনয়ন পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে ৫জন ভোট যুদ্ধে রয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন (টেলিফোন), ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (ঘোড়া), সাধারন সম্পাদক আব্দুল খালিক (চশমা), বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির (নৌকা), আবুল কাশেম হাসান (মোটর সাইকেল), গোলাম আজম তালুকদার নেহার (আনারস)।

ছাতক ও দোয়ারায় আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলে দলটি দুই ভাগে বিভক্ত। এক পক্ষ স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক অপরাংশের নেতা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও তার ভাই শামীম আহমদ চৌধুরী।

সবল প্রার্থীকে রেখে দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অভিযোগে ছাতকের প্রতিটি ইউনিয়নের ন্যায় দক্ষিণ খুরমা’য়ও একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে রয়েছেন। দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীসহ এখানের বিদ্রোহী প্রার্থীরা সবাই স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রুপের।

বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বিরের বিরুদ্ধে কাবিকা, টিআর, জন্ম সনদ, বিধবা ভাতা, বয়স্কভাতাসহ নানা অনিয়ম ও লুটপাটের অভিযোগ তোলে ব্যাপক প্রচারণা করেন বিদ্রোহী প্রার্থীরা।

অপর দিকে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে নিয়ে দলীয় তৃণমুল কর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এখানে আওয়ামীলীগের প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ। এতে ভোট দেয়া নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।তৃণমুলের নেতা-কর্মীরা নিজেদের পচন্দের প্রার্থীর পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে ভোট চাইছেন। সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে খুরমা দক্ষিন ইউনিয়নে প্রতিটি মানুষের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনের সাফল্য ঘরে তুলতে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকরা আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী দিতে পারলেও বিদ্রোহী প্রার্থীদের টেকানোর ব্যাবস্থা না করায় নৌকার ভরাডুবির আশংকা করছেন তৃণমুল কর্মীরা।

ভোটাররা জানান, বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন (টেলিফোন) এবং ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (ঘোড়া) সুবিধাজনক স্থানে রয়েছেন। এ দু’জনের মধ্যে মূল লড়াই হবে বলে ভোটাররা জানান।

তবে তৃণমুলকর্মীরা বলেছেন, বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির এর বিরুদ্ধে কাবিকা, টিআর, জন্ম সনদ, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানা অনিয়ম ও লুটপাটের অভিযোগ থাকার পরও পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় বিস্ফোরক প্রচারনার সুযোগ পেয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। এই দ্বিধাবিভক্তির কারনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী জয়ী হতে পারেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের দাবিও জানিয়েছেন ভোটাররা।

ইউনিয়ন আ.লীগ (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক (বিদ্রোহী) প্রার্থী বলেন, মানুষের যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, আমি সত্যিই আপ্লুত। জনপ্রতিনিধি হলে ব্যাপক পরিসরে মানুষের সেবা করার সুযোগ রয়েছে। আমাকে সেই সুযোগ দিলে আমি সেবক হয়ে কাজ করতে চাই।

ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক ও (বিদ্রোহী) প্রার্থী আব্দুল খালিক বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন বিগত সময়ে সুষম বন্ঠন হয়নি। ব্যাপক বৈষম্য করা হয়েছে। এসব অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে সাধারন মানুষ ফুসে উঠেছেন।

ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, দূর্ণীতির আখড়ায় পরিনত ইউনিয়নে তেমন উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে শরিষা পরিমান দূর্ণীতি হতে দেবো না।

আসছে ১১ নভেম্বর অনুষ্টিত হবে খুরমা দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচন। ১০টি কেন্দ্রের ৪৯টি বুথ কেন্দ্র্র প্রস্তুত করা হয়েছে। যেখানে ১৬ হাজার ৬শত ৩২ জন পুরুষ, ৮হাজার ৪শত ৮৫ জন মহিলা ভোটার রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় আরও ১৫১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধছাতকে ইউনিয়ন নির্বাচনের ২দিন আগে প্রতিক বরাদ্দ