ছাতকের জুনিয়ার হাওরে জলাবদ্ধতায় সহস্রাধিক একর বোরো জমি

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে জলাবদ্ধতায় জুনিয়ার হাওরের সহস্রাধিক একর বোরো জমি অনাবাদী থাকার আশংকা দেখা দিয়েছে। দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের শস্য ভান্ডার খ্যাত জুনিয়ার হাওরে পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে। ঘানুউরা নদী থেকে হাওরের পানি নিস্কাশনের খালটি এখন পলি মাটিতে ভরাট হওয়ায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জানা যায়, জুনিয়ার হাওরে ধনপুর, রাতপুর, চেচান, বাউর, হরিশ্বরন, হাতধলানী ও টেটিয়ারচর, নানকার, শাখারুচর, পুরাকাটি ও জালালীচর গ্রামের ৮শতাধিক কৃষক এ হাওরে চাষাবাদ করেন। প্রায় ৭ বছর থেকে হাওরে পানি নিস্কাশনের একমাত্র নালা পলি মাটিতে ভরাট হওয়ায় শুষ্ক মৌসুমে হাওরে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ফসল উৎপাদন কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হওয়ায় কৃষকরা অনাহারে বসবাস করছে। কৃষকরা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে খাল খননের জন্যে বরাদ্ধের আবেদন করলেও কৃষি অফিস কোন সহযোগিতা করেনি। এব্যাপারে গত বছরের ৬ডিসেম্বর এলাকাবাসির পক্ষে হাজি আনা মিয়া, ইখতিয়ার উদ্দিন ও জুয়েল আহমদ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করলেও আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এখন হাওরের কৃষি জমিতে ৫ থেকে ৬ ফুট পানি রয়েছে বলে কৃষক জানান। শীঘ্রই খাল খনন না করলে জলাবদ্ধতায় হাওরের সব বোরো জমি অনাবাদি থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাওরে বোরো চাষের ভরা মৌসুমে শীতে কাবু কৃষক
পরবর্তী নিবন্ধফোর জি তরঙ্গ নিলাম : বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত