নুর উদ্দিন, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকের জাউয়াবাজার জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের মর্যদা লাভ করেছে। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে জাউয়াবাজার ইউনিয়নকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষনা করা হয়। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনের হাতে শ্রেষ্ঠত্বের সনদ আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রধান অতিথি সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। পরে পরিবার পরিকল্পনা বিভাগ সুনামগঞ্জের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এদিকে শ্রেষ্ঠ ইউনিয়নের মর্যদা লাভ করায় ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন, ইউপ সচিব একরামুল হক, ইউপি সদস্য হিরন মিয়া, হাজী সোনা মিয়া, আব্দুন নূর, আঙ্গুর মিয়া, এসএম মাহমুদ, কাজী রুমেল মিয়া, আব্দুল কদ্দুছ সুমন, আব্দুল হক, আব্দুর রহিম, মহিলা সদস্য সায়েরা বেগম,মমতাজ বেগম, সাফিয়া বেগম ও ই-তথ্য কেন্দ্রের উদ্যোক্তা খালেদা বেগম।