ছাতকের গোবিন্দগঞ্জে গোল্ডেন লাইফে ইন্সুরেন্সে গণশুনানী

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকের গোবিন্দগঞ্জে গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানী পরিদর্শন করেন অর্থ মন্ত্রণালয়ের অধিনস্থ বীমা উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি ড. বশিরুল আলম। ফলে কোম্পানীর গ্রাহকের পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের সৃষ্ট জটিলতার অবসান ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি টানা কয়েক দিনের গ্রাহক আন্দোলনে বিপাকে পড়ে কোম্পানী কর্তৃপক্ষ। বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল রোববার সকালে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের (অর্থ মন্ত্রণালয়ের অধিনে) ডেপুটি সেক্রেটারি ড. বশিরুল আলম গোবিন্দগঞ্জ এসে গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অফিস পরিদর্শন করে গ্রাহকদের মধ্যে গণশুনানি করেন। এসময় গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, ফারুক আহমদ, খানম বাহার, সাহেরা খানম শেলি, হাওয়ারুন নেছা, রনি বেগম প্রমূখ। ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল¬াহ খান, গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ডিএমডি সমির কান্তি দেব, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান এসময় উপস্থিত ছিলেন। ড. বশিরুল আলম তার বক্তব্যে বলেন, গ্রাহকদের স্বার্থ দেখার দায়িত্ব বীমা উন্নয়ন কর্তৃপক্ষের। তিনি বলেন, এখানে গাহকের টাকা নিয়ে যে অনিয়ম হয়েছে তা ছাড় দেয়া যাবে না। সকল গ্রাহকের পরিশোধ করতে হবে। গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ডিএমডি সমীর কান্তি দেব তার বক্তব্যে গোবিন্দগঞ্জ অফিসের একশ’ থেকে দেড় শ’জন গ্রাহকের টাকা দ্রুত পরিশোধের আশ্বাস প্রদান করেন এবং মেয়াদ পূর্ণ হলে অন্যান্য গ্রাহকদের টাকা মার্চ মাসের মধ্যেই দেয়া হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধএসপি কাপ ফুটবল: ছাতক থানা একাদশ ফাইনালে
পরবর্তী নিবন্ধছাতকে পৃথক সড়ক দূর্ঘটনায় নারী-শিশুসহ আহত ১৬