ছাতকের খুরমা দক্ষিন ইউনিয়ন নির্বাচনে প্রতীক বরাদ্দ

নুর উদ্দিন, সুনামগঞ্জ : ছাতকের খুরমা দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের আজ বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য দীর্ঘদিন থেকে মাঠে প্রচার প্রচারনা করছেন ৬ জন প্রার্থী। বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনয়ন পেলেও অপর ৫জন প্রার্থী বিদ্রোহী হয়ে ভোট যুদ্ধে রয়েছেন।
প্রতীক বরাদ্দ দেওয়া হয় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির (নৌকা), ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন (টেলিফোন), ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (ঘোড়া), সাধারন সম্পাদক আব্দুল খালিক (চশমা), আবুল কাশেম হাসান (মোটর সাইকেল), গোলাম আজম তালুকদার নেহার (আনারস)।
প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। পোষ্টার লিফলেট এর মাধ্যমেও চলছে ব্যাপক প্রচার-প্রচারনা। নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। শীতের আগমনে ভোটাররা চায়ের দোকানে বসে নির্বাচনী আলাপ-আলোচনায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্টিত হবে। ভোট গ্রহনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯টি বুথ প্রস্তুত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুশফিকের পর আফিফের বিদায়
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬