পপুলার২৪নিউজ ডেস্ক:
বৈরী কন্ডিশন, কঠিন গ্রুপ। তা হোক। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে ওঠা বাংলাদেশ আত্মপ্রত্যয়ী।
এখান থেকে দলকে আরও উপরে নিয়ে যেতে চান মাশরাফি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কাল আইসিসির অফিসিয়াল সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা এখন র্যাংকিংয়ে ছয়ে, এটা অবশ্যই আনন্দদায়ক। এমন সাফল্যে দলের সবাই খুবই খুশি। এখান থেকে আমরা আরও উপরে যেতে চাই।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তারা সবাই র্যাংকিংয়ে বাংলাদেশের উপরে।
আইসিসির এই টুর্নামেন্ট নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘এই টুর্নামেন্ট অবশ্যই আমাদের জন্য অনেক কঠিন। আমরা শক্ত গ্রুপে রয়েছি। সেই সঙ্গে কন্ডিশনও প্রতিকূল। কিন্তু নিজেদের দিনে আমরা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারি। খেলার মোড় ঘুরিয়ে দেয়ার মতো মানসম্পন্ন খেলোয়াড় আমাদের দলে আছে। আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। যেভাবে খেলে এতদূর এসেছি।’
তিনি বলেন, ‘দেশের হয়ে খেলতে গেলে সব সময়ই চাপ থাকবে। কোনো টুর্নামেন্ট কখনই সহজ হয় না। আমরা আমাদের খেলার দিকেই নজর রাখব। শেষ দুই বছর যেভাবে খেলে এসেছি এখানেও সেভাবে খেলতে চাই। ভালোভাবে আমাদের দক্ষতার প্রয়োগও করার চেষ্টা করব।’
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। ১ জুন ওভালে সেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রুফি শুরু করবে টাইগাররা। বিশ্বকাপের ওই জয় এখন আর সামনে আনতে চান না মাশরাফি।
তিনি বলেন, ‘ওই জয় প্রায় আড়াই বছর আগের। সেই জয়ের সুখস্মৃতি আছে। কিন্তু সেটা সামনের ম্যাচে আমাদের সাহায্য করবে না। এটা একটি নতুন দিন, নতুন ম্যাচ, নতুন শুরু করতে হবে আমাদের।’
আজ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে সেটা মূল লড়াইয়ের আগে কাজে দেবে বলেও মনে করছেন মাশরাফি। বাংলাদেশের বোলিং আক্রমণ বৈচিত্র্যপূর্ণ। মোস্তাফিজুর রহমানের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে।
টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা একজন বোলারের ওপর নির্ভরশীল নই। মোস্তাফিজুর বেশ কিছুদিন ধরে দলের জন্য দারুণ ভূমিকা রেখে যাচ্ছে। ইনজুরি কাটিয়ে সে শক্তিশালী হয়ে ফিরে এসেছে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং ভালো হয়নি। ফিল্ডিংয়েও উন্নতির কথা জানালেন মাশরাফি। বলেন, ‘একটা খারাপ দিনে সব কিছুতে মনোনিবেশ করতে হবে। যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা চারটি ক্যাচ মিস করেছি। বড় মঞ্চে এমনটা হতে দেয়া যাবে না। আশা করছি ব্যাটিং ও বোলিংয়ের মতো আমাদের ফিল্ডিংও ভালো হবে।’
এদিকে ত্রিদেশীয় সিরিজ শেষ করে বিশ্রাম নেয়ার ফুরসত পাননি মাশরাফিরা। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত জয়ের পরেরদিন বার্মিংহামে পৌঁছে টাইগাররা। আজ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাল বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন সাকিব-মুশফিকরা।
এদিন নেট অনুশীলনের পর টাইগার অধিনায়ক জানান, ‘নিউজিল্যান্ডকে হারিয়ে
আমাদের দল এখন আত্মবিশ্বাসী। চ্যাম্পিয়ন্স ট্রুফির আগে প্রস্তুতি ম্যাচও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
পাকিস্তানের বিপক্ষে আজ ৫০ ওভারের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।
বাংলাদেশ দল হায়াত বার্মিংহাম হোটেলে উঠেছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন এখন প্রায় অভিন্ন। তবে উইকেট ভিন্ন হবে। বাংলাদেশ পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে। গত মাসে সাসেক্সে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ভালো ব্যাটিং-বোলিং অনুশীলন হয়েছে।
কাল বাংলাদেশ সময় বেলা ৩টায় বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে নেট অনুশীলন শুরু করেন টাইগাররা। মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করেন। ক্রিকেটাররা সবাই সুস্থ আছেন।