পপুলার২৪নিউজ ডেস্ক :
ম্যানচেস্টারে বোমা হামলার পর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কিছুটা চিন্তিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ২২ মে, সোমবারের হামলা মারা গেছেন ২২ জন। আহত হয়েছেন ৫৯ জন। এ ঘটনার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে তা যাচাই করে দেখবে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নারীদের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তাদের সঙ্গে ইতোমধ্যেই আইসিসির আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুই টুর্নামেন্টে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিক কী ধরনের নিরাপত্তা দেয়া হবে, সেটার কথা উল্লেখ না করলেও আইসিসির বিবৃতি বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পূর্ব-প্রস্তুতির মধ্যে নিরাপত্তা নিয়ে বিশেষ পরিকল্পনাও আছে। সেটা নিয়ে স্থানীয় সংস্থাগুলো কাজ করছে। তারা এই আসরে অংশগ্রহণ করা প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
একই সঙ্গে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান নিরাপত্তা পরামর্শক এরই মধ্যে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। ম্যানচেস্টার হামলার পর এখনো কোনো দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এ বিষয়ক শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, ওয়ানডের শীর্ষ আট দলের অংশগ্রহণে আগামী পহেলা জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ছাড়া বাকি ছয় দল হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডে এবারই প্রথম কোনো সন্ত্রাসী হামলার ঘটনা নয়। এর আগে ২০০৫ সালের ৭ জুলাই আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন প্রাণ হারান। ইংল্যান্ডে এবারই প্রথম কোনো সন্ত্রাসী হামলার ঘটনা নয়। এর আগে ২০০৫ সালের ৭ জুলাই আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন প্রাণ হারান। চলতি বছরের মার্চে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন।