স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার রাতে গোল উৎসব করেছে লিভারপুল। তারা ৬-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। অলরেডদের জয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দিয়েগো জতা। আর একটি করে গোল করেছেন কোডি গাকপো ও ডারউইন নুনেজ।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা জেগেছে লিভারপুলের। যদিও ৩১ ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে তারা। তবে চতুর্থ স্থানে থাকা নিউ ক্যাসেল ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ৯ এ নিয়ে এসেছে। লিগে ম্যাচ বাকি আর ৭টি। পরবর্তী ম্যাচগুলোতে লিভারপুল যদি আর পয়েন্ট না হারায় তাহলে চ্যাম্পিয়নস লিগের টিকিট পেতেও পারে তারা।
ম্যাচ শেষে এ বিষয়ে জার্গেন ক্লপ বলেছেন, ‘তারা (নিউ ক্যাসেল) তাদের বাকি সবগুলো ম্যাচ জিততে পারে। আবার আমরাও আমাদের সবগুলো ম্যাচ জিততে পারি। সেক্ষেত্রে কিন্তু কোনো চান্স নেই। কোনো কিছু পরিবর্তনও হবে না। তবে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। যদি সেটা আমরা করতে পারি তাহলে একটা ফল পাবো। এবং তারপর আমরা দেখবো যে মৌসুম শেষে আমাদের অবস্থান কোথায় থাকে।’
এদিন ম্যাচের ৩৫ মিনিটে গাকপোর গোলে লিড নেয় লিভারপুল। ৩৯ মিনিটে সালাহ গোল পেলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর ৪৭ মিনিটে লিডসের লুইস সিনিসতেরা গোল করে ব্যবধান কমান। কিন্তু এরপর গোল উৎসব অব্যাহত রাখে অলরেডরা।
৫২ মিনিটে জতা গোল করে ব্যবধান ৩-১ করেন। ৬৪ মিনিটে সালাহ তার জোড়া গোল পূর্ণ করেন। এই মধ্য দিয়ে লিডসের বিপক্ষে ৯ গোল করেন। যা লিভারপুলের ইতিহাসে কোনো দলের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ গোল। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটা ছিল তার ২৬তম গোল।
৭৩ মিনিটে জতাও তার জোড়া গোল পূর্ণ করলে লিভারপুল এগিয়ে যায় ৫-১ ব্যবধানে। আর শেষ মুহূর্তে (৯০ মি.) নুনেজের গোলে ৬-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় জার্গেন ক্লপের শিষ্যদের।