চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার দেবে ইসিবি

স্পোর্টস ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব শেষের পথে। আয়োজক সত্ত্ব পাকিস্তানের হাতে থাকলেও ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইও ম্যাচ আয়োজন করছে। গ্রুপপর্ব ও সেমিফাইনাল মিলিয়ে সেখানে আরও দুটি ম্যাচ নিশ্চিত। আর ভারত ফাইনালে উঠলে সংযুক্ত আরব আমিরাতেই এই মাঠেই চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরই মাঝে মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। এর মাঝে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে বিনামূল্যে ইফতার দেওয়া হবে দর্শকদের।

গতকাল (বৃহস্পতিবার) এক বার্তায় এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। সাধারণত রমজান চলাকালে দর্শকদের বাড়তি ভাবনার বিষয় হতে পারত ইফতার। বিশেষত স্টেডিয়ামে যেহেতু তাদের বাড়তি দামে খাবার কিনতে হয়। এবার সেই অসুবিধায় পড়তে হচ্ছে না ক্রিকেটভক্তদের। তাদের জন্য ইসিবির পক্ষ থেকে গ্যালারিতে বিনামূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া পোস্টে ইসিবি জানিয়েছে, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার ‘‘এ’’ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

আগামীকাল (শনিবার) কিংবা পরশুদিন থেকে পবিত্র রমজান শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে। দুবাইতে রোববার হবে নিউজিল্যান্ড–ভারতের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচ। এ ছাড়া আগামী ৪ মার্চ সেখানেই হবে প্রথম সেমিফাইনালও। ভারতের জন্য সেমিফাইনাল ম্যাচটির সূচি নির্ধারিত থাকলেও, তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে।

অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড বাদে বাকি ৩ দলই আছে সেমির দৌড়ে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতলে তারা সেরা চার নিশ্চিত করবে। আর যদি অস্ট্রেলিয়া জিতে তাহলে তাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকাও উঠে যাবে সেমিফাইনালে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া হারলেও তাদের সেমির পথ খোলা থাকবে, যদি শেষ ম্যাচে ইংলিশরা জিতে তখন অজি ও প্রোটিয়া উভয় দলের পয়েন্ট হবে সমান ৩। সেক্ষেত্রে দেখা হবে নেট রানরেট।

পূর্ববর্তী নিবন্ধমায়ের শাড়িতে বেশ মানিয়েছে মেহজাবীনকে
পরবর্তী নিবন্ধনেপালকে শেষ ম্যাচেও হারাল বাংলাদেশ