চীন বা সিঙ্গাপুর ফেরত মানেই করোনা আক্রান্ত নয়: আইইডিসিআর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

চীন বা সিঙ্গাপুর ফেরত মানেই করোনা আক্রান্ত নন। সোমবার করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিং এ এমনটি জানান প্রতিষ্ঠানটির পরিচালক সেব্রিনা মীরজাদী ফ্লোরা।

এসময় মানুষকে গুজবে কান না দেয়ারও আহবান জানান তিনি।

সাবরিনা ফ্লোরা জানান, এখন পর্যন্ত ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া চীন ফেরত আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যারা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে। দ্রুতই এই পরীক্ষার ফল জানা যাবে।

হজক্যাম্প থেকে বাড়ি ফেরা ৩১২ বাংলাদেশি এখন পর্যন্ত সুস্থ আছেন। একইসাথে জরুরি প্রয়োজন ছাড়া চীন ও সিঙ্গাপুরে যাওয়া নিরুৎসাহিত করছে সরকার।

পরিশেষে শ্বাসতন্ত্রে সংক্রমণ প্রতিরোধে করণীয় কিছু তথ্য দেন আইইডিসিআর পরিচালক। তিনি বলেন, নিয়মিত ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে। মনে রাখতে হবে অপরিষ্কার হাতে চোখ, নাক,মুখ স্পর্শ করবো না। ইতিমধ্যে শ্বাসতন্ত্রে সংক্রমনে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলি। আমরা আমাদের জীবন আচরণকে পরিবর্তন করি করোনা প্রতিরোধও তাহলে হয়ে যাবে।

 

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে দগ্ধ ৮ জনের মধ্যে একজনের মৃত্যু