চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত ৭

পপুলার২৪নিউজ ডেস্ক:

18চীনে একটি বেসরকারি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর ৪টা ১০ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের চোয়াং শহরের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডের পর উদ্ধারকর্মীরা ১৭ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এতো অল্প সময়ের মধ্যে কিভাবে সাতজন মারা গেলেন তার কারণ খোঁজা হচ্ছে। ২০১৫ সালে হিনান প্রদেশের বয়স্কদের একটি বাড়িতে আগুন লেগে ৩৮ জন নিহত হন। সে সময় প্রেসিডেন্ট শি জিনপিং এ ধরনের দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়ালেখক সমিতি পুরস্কার পাচ্ছেন তামিম-মাহমদুল্লাহ
পরবর্তী নিবন্ধগাজীপুরে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু