চীনের সবচেয়ে ক্ষমতাধর ৭ নেতার নাম ঘোষণা

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি চীনের সবচেয়ে ক্ষমতাধর সাত নেতার নাম প্রকাশ করা হয়েছে।

তারা দেশটির ক্ষমতাসীন ও একমাত্র দল কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য।

ক্ষমতাসীন দলের এই কমিটিই চীনের সবচেয়ে প্রভাবশালী নীতিনির্ধারণী পরিষদ।

কমিটির সাত সদস্য হলেন- চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ লি কেকিয়াং, লি ঝানশু, ওয়াং ইয়াং, ওয়াং হানিং, ঝাও লেজি ও হ্যান ঝেং।

বুধবার তাদের পরবর্তী ৫ বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।

চীনের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি পার্টির পদাধিকার বলে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে থাকেন।

২০১২ সাল থেকে পার্টির সেক্রেটারি পদে আছেন শি জিনপিং। এবারও তিনি এ পদে রয়েছেন। ফলে তিনিই ২০২২ সাল পর্যন্ত দেশের নেতৃত্বে থাকছেন।

চীনের আগামী দিনের নেতা নির্বাচন করতে গত সপ্তাহে কমিউনিস্ট পার্টির রুদ্ধদ্বার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ডেলিগেট অংশ নেয়।

২৪ অক্টোবর পার্টির আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২৫ অক্টোবর শীর্ষ সাত নেতার নামসহ নতুন কমিটি ঘোষণা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মুক্তিপণের টাকাসহ সেনাবাহিনীর হাতে ডিবির সাত সদস্য আটক
পরবর্তী নিবন্ধআলমগীরের বাসায় ডিনারে আঁখি ও ঋতুপর্ণা