অনলাইন ডেস্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে চীনা পণ্যের ওপর শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্প চায়না পণ্যের ওপর শুল্কারোপের একটি খসড়া তালিকা প্রকাশ করেছেন। যেখানে ৪০ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আসতে পারে। খসড়া তালিকায় বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৮শ টি পণ্য রয়েছে।
এদিকে চীন সরকারের শীর্ষ কূটনীতিক স্টেট কাউন্সিলর ওয়াং জি বলেছেন, ট্রাম্প যদি শুল্ক নিয়ে অগ্রসর হয় তবে তার দেশও প্রস্তুত আছে। ওয়াশিংটন নতুন করে বাণিজ্য নিয়ে চিন্তা করলে তারাও এর জবাব দিতে প্রস্তুত।
ওয়াং বলেন, বাণিজ্য ইস্যুতে চীনের দু’ধরনের পছন্দ আছে। প্রথমত সহযোগিতা ও উভয়পক্ষের লাভ। দ্বিতীয়ত বিরোধিতা এবং উভয়পক্ষের ক্ষতি। চীন প্রথমটাকে পছন্দ করে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চীনের পণ্য ক্রয় বাড়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে শুল্কারোপের এ পরিকল্পনা দেশটির।