চিরস্থায়ী শান্তির জন্য ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে একমত কিম

পপুলার২৪নিউজ ডেস্ক:

কোরীয় উপদ্বীপে চিরস্থায়ী শান্তি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ১২ জুনের বৈঠক হতে হবে বলে একমত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

শনিবার বিকালে দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক গ্রাম পানমুনজোমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও কিম জং উন বৈঠককালে একমত হন।

পরে রোববার এক সংবাদ সম্মেলনে মুন জায়ে ইন ১২ জুনের বৈঠকের বিষয়ে দুই কোরিয়ার শীর্ষ নেতার মতামত তুলে ধরেন।

তিনি বলেন, চেয়ারম্যান কিম ও আমি একমত হয়েছি যে, ১২ জুনের শীর্ষ সম্মেলন সাফল্যজনকভাবেই হওয়া উচিত এবং কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণের অভীষ্ট এবং চিরস্থায়ী শান্তির শাসনের সম্ভাবনা রুদ্ধ করা উচিত নয়।

এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড কিমের সঙ্গে ১২ জুনের শীর্ষ বৈঠকের জন্য প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। যদিও এর আগে বৈঠকটি বাতিল করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিতে রোববার হোয়াইট হাউসের একটি টিম পূ্র্বপরিকল্পনা মতো সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর মামলায় মডেল আসিফের বিচার শুরু
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে নসিমন উল্টে যুবক নিহত, আহত দুই