চিন্তামুক্ত দিল্লি, করোনা নেগেটিভ সেই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : এক বিদেশি খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে দিল্লি ক্যাপিট্যালসের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। তবে এবার মিলেছে সুখবর। পিসিআর টেস্টে পরপর দুইবার নেগেটিভ শনাক্ত হয়েছেন দিল্লির সেই খেলোয়াড়।

ফলে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন মোস্তাফিজুর রহমান, রিশাভ পান্তরা। অবশ্য এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পিসিআর টেস্টে আসা নতুন ফলাফলও ভালোভাবে পরীক্ষা করে দেখবে তারা।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ রয়েছে দিল্লির। সে লক্ষ্যে আজই মুম্বাই থেকে পুনেতে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে এক বিদেশি খেলোয়াড়, ফিজিও ও ম্যাসিয়ার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তাদের যাত্রা বাতিল হয়।

এখন বিসিসিআই সিদ্ধান্ত জানাবে, বুধবারের ম্যাচের জন্য আগামীকাল (মঙ্গলবার) পুনেতে যেতে পারবে কি না দিল্লি। তবে আপাতত শঙ্কার মেঘ কেটে গেছে বলাই যায়। পিসিআর টেস্টের ফলাফল ভালোভাবে যাচাইয়ের পর ভ্রমণের অনুমতি পেয়ে যাবে দিল্লি ক্যাপিট্যালস।

পূর্ববর্তী নিবন্ধআর্থিক প্রতিষ্ঠানের আমানত-ঋণের সুদহার বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধক্যাটরিনা কাইফেল রান্না নিয়ে উপহাস