চিকুনগুনিয়া ধরলে বুঝতেন, ডেপুটি স্পিকারকে ফিরোজ রশীদ

পপুলার২৪নিউজ ডেস্ক :

চিকুনগুনিয়া ধরলে বুঝতেন, ডেপুটি স্পিকারকে ফিরোজ রশীদ

জাতীয় সংসদে চিকুনগুনিয়া নিয়ে সরব হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। বুধবার ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চিকুনগুনিয়া যদি আপনাকে ধরত তাহলে বুঝতেন এটা কী জিনিস। আপনি ওখানে বসতে পারতেন না। আমরা যারা সংসদে আছি জমও আসে না আমাদের ভয়ের কারণে। আজ প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষ চিকুগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। ‘

ওইদিন জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় চিকুনগুনিয়া নিয়ে তিনি বক্তব্য দিতে চাইলে ডেপুটি স্পিকার তাকে বাধা দিয়ে নোটিশ দিতে বলেন। এরপর তাদের মধ্যে যুক্তি পাল্টা যুক্তি চলে। এর আগে চিকুনগুনিয়া নিয়ে ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আজ সংসদে স্বাস্থ্যমন্ত্রী চিকুনগুনিয়া সম্পর্কে বললেন। কিন্তু আজ যদি আপনাকে চিকুনগুনিয়া ধরত তাহলে বুঝতেন এটা কি জিনিস। আপনি ওখানে বসতে পারতেন না। স্বাস্থ্যমন্ত্রী বললেন হাসপাতাল খোলা আছে। কিন্তু মানুষের হাসাপাতালে যাওয়ার শক্তি নেই, অর্থ নেই। মানুষ মৃত্যুশয্যায় শায়িত। কারা দায়ী। আজ ঢাকা সিটি কর্পোরেশনকে কি কোনো জবাবদিহিতা করতে হয়েছে?

পূর্ববর্তী নিবন্ধযৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধঅবশেষে বিয়ে করতে যাচ্ছেন সোনম কাপুর