চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন ড. কামাল

পপুলার২৪নিউজ ডেস্ক:

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন।

বুধবার দিবাগত রাত ২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী হামিদা হোসেন।

গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঐক্য প্রক্রিয়ার নেতা মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, হাঁটুর চিকিৎসার জন্য ড. কামাল থাইল্যান্ড গেছেন। আগামী ৬ বা ৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধজাতিসংঘে ব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী