চারুকলা বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা সমাপ্ত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

বাংলা নববর্ষকে সামনে রেখে চার দিনব্যাপী চারুকলা বিষয়ক কর্মশালার সমাপ্ত হয়েছে। শেষ দিন এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে শহরের জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমীর লোকসংস্কৃতি সংগ্রহশালা মিনলায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, জেলা শিশু বিষয়ক কর্মকতা বাদল চন্দ্র বর্মন, নাট্যকর্মী আলাউর রহমান, প্রশিক্ষক সমিয় রায় অমিত প্রমুখ।
আলোচনা সভা শেষে চার দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন সদস্যকে সনদপত্র তুলে দেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখে কাপড় ব্যবসায় মন্দা
পরবর্তী নিবন্ধগ্রেফতার আতঙ্কে কৃষকরা গ্রাম ছাড়া : জগন্নাথপুরে হাওরের ফসল তোলা নিয়ে শঙ্কা