চাঁর উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

লিটন শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু এরপর ফিরে গেছেন সহজ ক্যাচ দিয়ে।

ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি অভিষিক্ত পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়। পাওয়ার প্লের ভেতরই এই তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি জিততে ১৫৭ রান করতে হবে সফরকারীদের।  দঁশ  ওভারে ৬  রান ‍তুলতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট।

জিম্বাবুয়েকে প্রথম সাফল্য এনে দেন ভিক্টোর নিউয়াচি। ৬ বলে ১৩ রান করে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান লিটন দাস। নিজের পরের ওভারে এসেই দ্বিতীয় সাফল্য পান নিউয়াচি। ৬ বলে ২ রান করে মিল্টন সাম্বার হাতে ক্যাচ দেন অভিষিক্ত পারভেজ হোসেন ইমন।

এনামুল হক বিজয় আগের দুই ম্যাচের মতোই ব্যর্থ হয়েছেন শেষটিতে। ১৩ বলে ১৪ রান করে মাদাভিরার নিচু হওয়া বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর থেকে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

পূর্ববর্তী নিবন্ধকূটনীতিক আনারকলির ঘটনা বিব্রতকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধনামাজ পড়ার শর্তে দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিলেন আদালত