পপুলার২৪নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ওহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে মুন্না (২২) নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।
শনিবার ভোরে জিরোলাইনের ১ কিলোমিটার বাইরে ভারতীয় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাতে কয়েকশ বাংলাদেশী রাখাল ওহেদপুর দিয়ে ভারতে গরু আনতে যায়।
শনিবার ভোরে একদল দুর্বৃত্ত গরু ছিনতাইয়ের চেষ্টা করলে ভারতের ঠাকুরবাড়ি ফাঁড়ির বিএসএফের একটি টহল দল তাদের ও গরু রাখালদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়লে মুন্না নামের একজন বাংলাদেশী আহত হন।
পরে গুলিবিদ্ধ মুন্নাকে নিয়ে বাংলাদেশী রাখালরা সীমান্তের এপারে ফেরত আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, মুন্নার মাথায় গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ শহরে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, সীমান্তে গুলির ঘটনা নিয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।