চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোরে উপজেলার পদ্মা নদীর ৪ নম্বর বেড়িবাঁধের তাঁতিপাড়াঘাটে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ শুক্রবার সকালে এক খুদেবার্তায় এ তথ্য জানায়।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তবে নিহতের নাম-পরিচয় জানানো হয়নি।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ আল মুরাদ জানান, তাঁতিপাড়াঘাটে কয়েকজন মাদক বিক্রেতা মাদক হস্তান্তর করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে গেলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই মাদক বিক্রেতারা পিছু হটলে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থল সাড়ে ৬ কেজি গাঁজা, দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরমাণু পরীক্ষা না থামালে গাদ্দাফির মতো পরিণতি হবে কিমের  
পরবর্তী নিবন্ধসিআইএর প্রথম নারী পরিচালক