চাঁপাইনবাবগঞ্জে এক উপজাতি নারীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার দেলশাদের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও আতাহার আন্ধানিডাঙ্গা এলাকার মোস্তফার ছেলে জিয়াউর (৩২)। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিল।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের এপিপি আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ২৯ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে আতাহার এলাকার এক আদিবাসী গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে তার বাড়ি থেকে তাকে অপহরণ করে এলাকার একটি আম বাগানে নিয়ে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, রায়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপহরণের দায়ে উভয়কে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।