পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় আব্দুর রহিম নামের (৩০) এক মাছ ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা।
গুলিবিদ্ধ ওই মাছ ব্যবসায়ীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে।
আব্দুর রহিম আশুলিয়ার ভাদাইল এলাকায় আমিনুলের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন।
আহত ব্যবসায়ীর স্ত্রী বিলকিস বেগম জানান, স্বামী আব্দুর রহিমসহ দুইজনকে চাঁদার দাবিতে প্রায় তিন দিন ধরে একটি বাড়িতে আটকে রেখেছিলেন সন্ত্রাসীরা।
মঙ্গলবার ভোর রাতে বাড়ি থেকে পালিয়ে বের হওয়ার চেষ্টা করলে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার এনভয় গার্মেন্টস এর পাশে তাদের ওপর গুলিব করা হয়। এসময় তিনি গুলিবিদ্ধ হন।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ওই মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘ দিন ধরে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জিওধরন গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রহিম আশুলিয়ার বাইপাইল আড়তের মাছ ব্যবসায়ী মোহাম্মদ রানার সঙ্গে মাছ ব্যবসা করে আসছিলেন।
গত কয়েকদিন ধরে জামগড়া এলাকার সন্ত্রাসীরা রানার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা মাছ ব্যবসায়ী মোহাম্মদ রানা ও আব্দুর রহিমকে গত তিন দিন আগে কৌশলে জামগড়া ছয়তলা এলাকার একটি বাড়িতে ডেকে নিয়ে একটি রুমে আটকে রাখে।