চাঁদপুরে পান্তা ইলিশ ছাড়াই বর্ষবরণ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে এবারে পান্তা ইলিশ ছাড়াই বাংলা বর্ষবরণ শুরু হয়েছে। সকালে খই, মুড়ি, চিড়া, দধি, চিনি এবং বাতাসা ইত্যাদি দিয়ে বিশেষ এই দিনটিকে বরণ করে নেন চাঁদপুরের সর্বস্তরের মানুষজন।

চাঁদপুর প্রেসক্লাবে বর্ষবরণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল দৈনিক কালের কণ্ঠকে জানান, চাঁদপুরসহ সারাদেশে নববর্ষে পান্তা ইলিশের যে কালচার ছিল, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মানুষজন তা থেকে বেড়িয়ে এসেছে। এতে একটা ইতিবাচক সাড়া পড়েছে বলেও তিনি জানান।
এদিকে, শহরের পুরোনো সংগঠন সংগীত নিকেতন ভোরে চাঁদপুর শহীদ মিনারে বৈশাখের গান দিয়ে বর্ষবরণ শুরু করে। বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে আনন্দধারা এবং পুরানবাজার উদয়ন কচিকাচার মেলাও গানের আয়োজন করে।
সকাল ৯টায় শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে বিশাল একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
ছবিতে- গান গাইছে সংগীত নিকেতনের শিল্পীরা।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে লক্ষ্মীপুরে পহেলা বৈশাখ উদযাপন
পরবর্তী নিবন্ধদিনাজপুরে নানা আয়োজনে বর্ষবরণ