চসিক নির্বাচন: সরে গেলেন জাপার সোলায়মান শেঠ

মুজিব উল্ল্যাহ্ তুষার :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী সোলামান আলম শেঠ। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিন রোববার (৮ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই সিদ্ধান্ত জানান।
সোলায়মান আলম শেঠ বলেন, জাতীয় পার্টির হাইকমান্ড আমাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। নগর জাতীয় পার্টিও নেতাকর্মীদের চাপ থাকার পরও হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আমি সরে দাঁড়ালাম। সোলায়মান আলম শেঠ জাতীয় পার্টিও নগর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। দলের চট্টগ্রামের নেতৃত্ব নিয়ে সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম দম্পত্তির সাথে দ্বন্দ্ব থাকলেও সম্প্রতি ওই দম্পত্তি প্রায় হাজার কোটি টাকার ঋণ খেলাপী হয়ে দেশে ছেড়ে পালিয়েছেন। এখন চট্টগ্রাম জাতীয় পার্টিতে সোলায়মান আলম শেঠ অপ্রতিদ্বন্দ্বী। দলের দুই কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়া উদ্দিন বাবলুর সাথেও দূরত্ব কমিয়ে একসাথে কাজ করছেন তিনি।
পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র না ফিরলে নারীর অধিকার ফিরবে না : ফখরুল
পরবর্তী নিবন্ধজি কে শামীমের জামিন, বিষয়টি খতিয়ে দেখা হবে