চসিক নির্বাচন বিএনপির কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা 

মুজিব উল্ল্যাহ্ তুষার :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে
কাউন্সিলর পদে দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া
শেষ করেছে বিএনপি। দল সমর্থিত কাউন্সিলর
পদে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে রবিবার বিকাল ৫ টায়। তবে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হবে আজ সোমবার ।
ঢাকায় পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে দলীয়
প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বিএনপির দলীয়
সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চসিকে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত নারী
ওয়ার্ডসহ ৫৫টি ওয়ার্ডে বিএনপির দলীয়
মনোনয়নপত্র নেন ২০৫ জন। প্রতি ওয়ার্ডে প্রায়
চারজন মনোনয়নের জন্য লড়ছেন। কাউন্সিল পদে একক প্রার্থী চূড়ান্ত করতে শনিবার নগরীর নূর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও নগর বিএনপির সিনিয়র নেতাদের সমন্বয়ে গড়া মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার গ্রহণ করে।
বোর্ডে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহসভাপতি এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল আলম, যুগ্ম-সম্পাদক কাজী বলোল, ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, কামরুল ইসলাম। নগর
বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন ঢাকায়
অবস্থান করায় সাক্ষাৎকারে থাকতে পারেননি।
প্রার্থী চূড়ান্ত প্রসঙ্গে মাহবুবের রহমান শামীম
 বলেন, কাউন্সিলর পদে সাক্ষাৎকার
গ্রহণ শেষে  রোববার চট্টগ্রাম থেকে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। মেয়র পদের প্রার্থী
নির্ধারণ করবে দলের জাতীয় স্থায়ী কমিটি।
সোমবার ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাক্ষাৎকার শেষে ওইদিনই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, কয়েকটি ওয়ার্ডে একজন করে মনোনয়নপ্রত্যাশী থাকায় ওইসব ওয়ার্ডে প্রার্থী নির্বাচনে কোনো সমস্যা নেই। তবে যেসব ওয়ার্ডে ৫-৬ জন করে প্রার্থী রয়েছে সেখানেই বেগ পেতে হচ্ছে। যেসব ওয়ার্ডে একাধিক প্রার্থী রয়েছেন সেখানে সবার সঙ্গে একত্রে কথা বলেছেন মনোনয়ন বোর্ডের সদস্যরা।
সমঝোতার মাধ্যমে একজনকে মনোনয়ন দেয়া হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ
সম্পাদক আবুল হাসেম বক্কর  বলেন,
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে যারা কয়েক বছর ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন, যাদের ত্যাগ আছে, যারা নির্বাচিত হলে এলাকার সমস্যার সমাধান করতে পারবে এবং যাদের নিয়ে তেমন বিতর্ক নেই, তাদেরে অগ্রাধিকার দেয়া হয়েছে।
পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে বাজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সভা
পরবর্তী নিবন্ধযুবমহিলা লীগ থেকে পাপিয়া বহিষ্কার