চসিক নির্বাচনে বিএনপি’র প্রার্থী কে, জানা যাবে ২৪ ফেব্রুয়ারী 

মুজিব উল্ল্যাহ্ তুষার :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৯ মার্চ। ইতোমধ্যে সরকারি দল আওয়ামী লীগ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। বিএনপি’র মনোনয়ন জানা যাবে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

দলীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। ওই বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এবং ঘোষণা করা হবে মেয়র প্রার্থীর নাম। চসিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৃহস্পতিবার পর্যন্ত ৬ জন।

দলটির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে আলাপকালে তারা জানান, চট্টগ্রামের স্থানীয় কোনো নেতাকে মনোনয়ন দেয়ার সম্ভাবনাই বেশি। দলের কেন্দ্রীয় পর্যায়ে কোন নেতাকে মনোনয়ন দেয়া হবে না বলে জানান তারা।

মনোনয়নের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম জানান, আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। বৈঠকে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার নেওয়ার পর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

জানা যায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদউল্লাহ, মহানগর বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দীন ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা নারী নেত্রী ডা. লুসি খান। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

পূর্ববর্তী নিবন্ধসোমবারের মধ্যে ১০০০ কোটি টাকা দিতে হবে গ্রামীণফোনকে
পরবর্তী নিবন্ধকলকাতায় ব্যবসায়ীদের সাথে সোনালী ব্যাংকের সিইওর মতবিনিময় সভা