চলে গেলেন না ফেরার দেশে ওমর মোল্লা

পপুলার২৪নিউজ ডেস্ক:

পরিচয়:গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারুলিয়া দক্ষিণ পাড়ার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সুযোগ্য সন্তান।
বাবা মরহুম মোফাজ্জল হোসেন মোল্লা।
চার ভাই এর ভিতর তিনি ছিলেন দ্বিতীয়।
ছেলে-মেয়েদের পরিচিতি:
(১) মোঃ মামুন মোল্লা বাংলাদেশ নৌ বাহিনী ফুটবল ফেডারেশনের একজন প্রশিক্ষক হিসেবে পরিচিতি।
(২) মোহাম্মদ আমিনুর রহমান মোল্লা সিনিয়র অ্যাকাউন্ট অফিসার (বিআরটিএ)
(৩) মোহাম্মদ রনি মোল্লা একটি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা।
(৪) বড় দুই মেয়ে বিবাহিত এবং গৃহিণী।
(৫) ছোট মেয়ে: নুসরাত বন্ধন ভিকারুন্নেসা নুন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সুনামের সাথে এইচ এস সি পাশ করেছে।

সামাজিক পরিচিতি: তিনি একজন দক্ষ সমাজসেবক। অসহায়দের মাঝে সর্বদা তিনি বিরাজমান ছিলেন। অন্যের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন।

ক্রীড়াঙ্গনে: বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। ছোটবেলা থেকে আমাদের এলাকার অত্যন্ত দক্ষ ও পারদর্শী একজন হাডুডু খেলোয়াড় ছিলেন।

রাজনৈতিক অঙ্গনে: 2 নং পারুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

দীর্ঘ ৭০ বছর কাটিয়ে দিলেন পারুলিয়া গ্রামের পথপ্রান্তে। এপ্রিল মাসের প্রথম দিকে হঠাৎ হৃদরোগের অসুস্থতা দেখা দিলে পারিবারিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

শারীরিক অবস্থার অবনতিতে বড় ছেলে মোঃ মামুন মোল্লা আকাশপথে হেলিকপ্টারযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসে।

সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে অবস্থার উন্নতি তে তাকে মামুন মোল্লার নিজস্ব বাসা ঢাকায় রাখা হয়।

আকস্মিক পুনরায় অসুস্থতায় গতকাল দিবাগত রাত ৮:১০ ঘটিকায় ইন্তেকাল করেন। রাত ১২;৩০ ঘটিকায় সড়কপথে অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ভোর ৪:৩০ ঘটিকায় বাড়িতে পৌঁছায় ‌।

আজ সকাল ১০:৩০ ঘটিকায় নামাজের জানাজা শেষ করে পারুলিয়ার দক্ষিণ পাড়ার কবরস্থানে চির নিদ্রায় শায়িত করানো হয়্।

——চলে গেলেন। রেখে গেলেন অগণিত ভালোবাসার মানুষ স্ত্রী ছেলে-মেয়ে ভাই-বোন পাড়া-প্রতিবেশী।

মাহে রমজানে আল্লাহর কাছে আপনাকে সবর করা হয়েছে। ওমর ভাই ব্যক্তিগত জীবনে আপনি আমার পরম আত্মীয় ভালোবাসার মানুষ। লিখতে বসেছি অশ্রু ভেজা নয়নে—–আর দেখা হবে না……
ভালো থাকবেন ওপারে

পূর্ববর্তী নিবন্ধত্রাণ অনিয়ম নিয়ন্ত্রণে আছে: এলজিআরডি মন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘চীন মুসলিম বিশ্বের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু’