চাঁদপুরে স্বনামধন্য এবং প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল জলিল (৮৫) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চাঁদপুরের জাফরাবাদ মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি ও তাঁর ভক্ত ও শহরের বিশিষ্টজনরা অংশ নেন। পরে চাঁদপুর সদরের কোটরাবাদ গ্রামের পারিবারিক গোরস্তানে মো. আব্দুল জলিলকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
চাঁদপুর শহরের স্বনামধন্য প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল জলিলের কাছে চিকিৎসাসেবা নিতে দূরদূরান্ত থেকে প্রতিদিন শত শত রোগী ভিড় করতেন। গুণ এবং হাতযশ থাকায় একটানা ৬০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে যান দুই টাকার হোমিও ডাক্তার নামে খ্যাত আব্দুল জলিল। তাঁর মৃত্যুতে অনেক ভক্ত ও রোগীকে কাঁদতে দেখা গেছে।