চলতি বছর ৫টি আন্তর্জাতিক গেমসে অংশ নেবে বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক : ২০২২ সালে ৫টি আন্তর্জাতিক গেমসে অংশ নেবে বাংলাদেশ। শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেছেন বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিওএ সভাপতি আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির অধীনে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে বাংলাদেশ আগের চেয়ে আরও ভালো ফলাফল করবে।

এ বছর বাংলাদেশ যে ৫ গেমসে অংশ নেবে সেগুলো হলো- সপ্তম চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস, ২২তম কমনওয়েলথ গেমস, পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস, ১৯তম এশিয়ান গেমস ও চতুর্থ এশিয়ান ইয়ুথ গেমস।

আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট সপ্তম চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস হবে রাশিয়ার ভ্লাদিভোস্কোতে। এরপর কমনওয়েলথ গেমস হবে যুক্তরাজ্যের বার্মিংহামে, ২৮ জুলাই থেকে ৮ আগস্ট। ইসলামিক সলিডারিটি গেমস হবে ৯ থেকে ১৮ আগস্ট কেনিয়ার তুরস্কে, এশিয়ান গেমস হবে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হেংজুয়ে এবং এশিয়ান ইয়ুথ গেমস হবে চীনের শান্তাও তে ২০ থেকে ২৮ ডিসেম্বর।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নে অবদান রাখতে সবাইকে চেয়ারম্যান-মেম্বার হতে হয় না :স্থানীয় সরকারমন্ত্রী
পরবর্তী নিবন্ধ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের মাইলফলক বছর : প্রধানমন্ত্রী