চলতি বছরেই যৌথ নদী কমিশনের বৈঠক: পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক চলতি বছরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুই দেশের মধ্যে এয়ারবাবল চুক্তির জন্য কাজ চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্র সচিব।

বৈঠক শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক চলতি বছরেই অনুষ্ঠিত হবে। তবে তার আগে দুই দেশের পানি সচিবের বৈঠক হবে। তারপর যৌথ নদী কমিশনের বৈঠক হবে।

পররাষ্ট্র সচিব বলেন, এয়ারবাবল চালু করার জন্য আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। সিভিল এভিয়েশন এ বিষয়ে কাজ করছে।

তিনি আরো জানান, বাংলাদেশে কয়েক ধরনের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। ইতোমধ্যে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বেশ কয়েকটি স্থলবন্দর বন্ধ থাকার কারণে আমরা চেন্নাই থেকে জাহাজে করে পেঁয়াজ রপ্তানির জন্য সুপারিশ করেছি।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে চাই। গত দুই বছরে বাংলাদেশ-ভারতে ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

কোভিড-১৯ পরিপ্রেক্ষিতে আগামী মাসে বাণিজ্য সমস্যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করবেন বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

পূর্ববর্তী নিবন্ধরোনালদো করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধঅল্পের জন্য প্রাণে বাঁচলেন সাবেক এমপি বদি