চলতি অর্থবছরে জিডিপি হবে ৮ শতাংশ: এডিবি

সাইদ রিপন: চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশীয়ায় দ্রুত অর্থনৈতিক উন্নয়নের দেশ।   ব্যক্তি চাহিদা বেড়ে যাওয়া, ব্যক্তিখাতে ভোগের চাহিদা বৃদ্ধি,  বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যহত থাকা এবং অবকাঠামো খাতে সরকারের ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায়    এই অর্জন সম্ভব হয়েছে। একই সময়ে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বুধবার(৩ এপ্রিল)   এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকার কার্যালয়ে ‘এশিয়ান উন্নয়ন আউটলুক ২০১৯’র প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এসব কথা বলেন। এডিবির ঢাকা অফিসের সিনিয়র অর্থনীতিবিদ সন চ্যাং হং সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, কৃষি ফলন বৃদ্ধি, বিশ্বব্যাপী খাদ্য ও তেলের দাম কম হওয়ায় মূল্যস্ফীতি বাড়বে না।
যদিও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থ বছরে (২০১৯-২০) বাংলাদেশ ৮ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি । বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত ১০ বছরে সরকারের ধারাবাহিক সাফল্যে ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে এবং ২০১৮-১৯ অর্থ বছরে ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
সন চ্যাং হং বলেন, ২০১৮ সালে ৭ দশমিক ৯ এবং ২০১৭ সালে ৭ দশমিক ৩ প্রবৃদ্ধি অর্জন দক্ষিণ এশিয়ায় অন্যতম। ১৯৭৪ সালের পরে এটা বড় অর্জন।  রফতানি, পণ্যের সরবরাহ ও শিল্পের বিকাশ সঠিক পথে অাছে।
দেশের উন্নয়ন ধরে রাখতে কিছু চ্যালেঞ্জ উল্লেখ্য করে এডিবির ঢাকা অফিসের সিনিয়র অর্থনীতিবিদ বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করতে হবে।  শিল্পের ভিত বাড়িয়ে রফতানি পণ্যে বৈচিত্র অানতে হবে।  করের ভিত্তি বাড়িয়ে রাজস্ব অাদায় নিশ্চিত করা। অারো মানবসম্পদের উন্নয়ন করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করলে বাংলাদেশের উন্নয়ন টেকসই হবে।
পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার প্যারোলে মুক্তির প্রস্তাব কেউ দেয়নি: জয়নুল আবেদীন
পরবর্তী নিবন্ধবৈশাখ উপলক্ষ্যে ওয়ালটন টিভিতে ১৪.২৬ শতাংশ ছাড়