দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাদেকুল ইসলাম সায়েম হত্যাকারী গাড়িচালক এমজাত হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্দন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। আজ মঙ্গলবার (২৩জুলাই) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানবন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রাণীবিদ্যা বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র জনি বলেন, সাদেকের মৃত্যু আমাদের কলিজায় আঘাত করেছে। এভাবে আর যেন কারো স্বপ্ন ভেঙ্গে না যায় সেজন্য প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এই হত্যার বিচার না হলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়া হবে। প্রশাসনের কাছে এই হত্যার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।
সাদেকের বন্ধু জুনায়েদ বলেন, সাদেকে মৃত্যু এটি সকলের কাছে বেদনাদায়ক। গাড়ি চালকের অবহেলা এখানে স্পষ্ট প্রতীয়মান। এরকম অপরাধীর কিসের এত ক্ষমতা যে গাড়ি চালক সমিতি নয়দিন মেডিকেল থাকাকালীন কেউ সাদেককে খবর নিলো না। আমরা মামলা করেছি তারপরেও ড্রাইভারকে থানা সুষ্টু পদক্ষেপ গ্রহণ করেনি। যার কারনে সে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়।আদালত আমাদের সুষ্ঠু বিচারে শেষ আশ্রয়স্থল। এসব অপরাধী এবং ঘাতকের কারনে কেন আদালত প্রশ্নবিদ্ধ হবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিবাক তাই আমরা আশাবাদী হত্যাকারীর সুষ্ঠু বিচার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি বলেন,আমাদের দেশে বিচার ব্যবস্তাকে আরো কার্যকরী করতে হবে। অনেকে বিচারের আড়ালে কেউ যেন পার পেয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, ঘটনা শোনার পরে আমি মেডিকেল যাই। তার চিকিৎসা ব্যবস্তা করি। মালিক সমিতি এর ক্ষতিপূরণ হিসেবে চিকিৎসা তদারকি করে। তার চিকিৎসা টাকা অভাব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও অর্থপ্রদান ও এ্যাম্বুলেন্স সুবিধা দিয়েছে। তারপরেও সাদেকের মৃত্যু খুবই বেদনাদায়ক। হত্যাকারী গাড়িচালক জামিন আমাদের লজ্জার ও দুঃখজনক। এরকম হলে আমাদের সবার জীবন বিপন্ন। এভাবে কোন ঘাতক মুক্তি পাওয়া পুরো জাতির জন্য অশনিসংকেত। এই হত্যাকারী সর্বোচ্চ বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাচ্ছি। অনতিবিলম্বে সাদেকের হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
প্রাণীবিদ্যা বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মোঃ জামিল হোসাইন এর সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন অধ্যাপক ড. ফরিদ আহসান,অধ্যাপক ড.শওকত আরা বেগম,অধ্যাপক ড.হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক রাশেদা চৌধুরী,সজকারী অধ্যাপক মাহবুবা হাসনাত। এসময় একশ’র অধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।