দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আজ সকাল থেকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (০৩ জুলাই) দিবাগত রাত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার চবি’র সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দদের সাথে জরুরী এক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশঙ্কায় ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে।
এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।
এর আগে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারিদের কোয়ার্টার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়।