চবির আবাসিক হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন। এসময় উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৯ টি রামদা,লোহার পাইপ, রড, ১ বস্তা পাথরসহ বেশ কিছু লাঠিসোঁটা।
বুধবার (১১ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পুলিশের সহায়তায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। তবে এতে কাউকে আটক করা হয়নি।
জানা যায়, হলের পরিবেশ ঠিক রাখা ও শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখার জন্য হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে কাউকে আটক করা না হলেও অন্য হলের সাথে সংযুক্ত কয়েকজন শিক্ষার্থীকে পাওয়া যায়। এরপর তারা এই হলে অবস্থান করবে না এই মর্মে মুচলেকা দিয়ে তারা হল ত্যাগ করে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন যৌথভাবে আব্দুর রব হলে অভিযান পরিচালনা করে। এসময় ৯টি রামদা, লোহার পাইপ, রড ও বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়।
পূর্ববর্তী নিবন্ধবস্তিতে আগুনের পেছনে প্রভাবশালী মহল জড়িত: ফখরুল
পরবর্তী নিবন্ধকাশিয়ানীতে ৯০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার