চবিতে শিক্ষকদের অপসারণ দাবিতে অনশন করেছে সাবেক ছাত্রলীগ নেতা

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অপসারণ দাবিতে অনশন করেছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে সম্প্রতি নিয়োগ দেয়া আওয়ামীলীগ বিরোধী শিক্ষকদের অপসারণ দাবিতে এই অনশন করেন।
আজ(বুধবার) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে অনশনে বসেন সাবেক ছাত্রলীগ নেতা  ইফতেখার উদ্দিন আয়াজ। এরপর বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তাকে প্রক্টর অফিসে নিয়ে যান।
আয়াজের লিখিত বক্তব্যে বলা হয়,২০১৮ সালের জুলাই মাসে কোটা সংস্কারের নামে আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে জামায়াত-বিএনপি নীলনকশার আন্দোলন করেছিল। এসময় ফেসবুকে হত্যা, ধর্ষণসহ নানা বিষয়ে গুজব রটিয়ে পাকিস্তানি প্রেতাত্মারা দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে উস্কানি দিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল।স্বাধীনতা  বিরোধী শক্তির এ নীলনকশার আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে মানববন্ধন, ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়া,সরকারের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য উপস্থাপনসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক।
লিখিত বক্তব্য আরো বলে,জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায়  আওয়ামীলীগ সরকার বিরোধী জনাব ড.রহমান নাসির উদ্দিন স্যারকে বিশ্ববিদ্যালয় ‘গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতর’ এর পরিচালক পদে এবং সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড.হানিফ মিয়া স্যারকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদে নিয়োগ দিয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন।  তাদের অপসারণ দাবিতে অনশন কর্মসূচী পালন করছি।
নতুন দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রিসার্স সেলের কনভেনর রাহমান নাসির উদ্দিন বলেন,  আর প্রধানমন্ত্রীকে কটুক্তি করার বিষয়ে আমর সমার্থন থাকার কোন প্রশ্নই আসে না।
নতুন সহকারী প্রক্টরের দায়িত্ব পাওয়া ড.হানিফ মিয়া বলেন, একসময় মাইদুলের সাথে ভালো সম্পর্ক ছিল তবে যখন দেখি তিনি সরকার বিরোধী লেখালেখি করছেন, তখন তার পাশ থেকে সরে আসি। এ নিয়ে তার স্ত্রী আমার বিরুদ্ধে ফেইসবুকে স্টাটাসও দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, আমরা আয়াজের সাথে কথা বলেছি সে আর অনসনে বসবে না। তবে সে কাল (আজ) আমাদেরকে একটা লিখিত অভিযোগ দিবে।
পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমিয়ানমার কারও কথা শোনে না : পররাষ্ট্রমন্ত্রী