চবিতে ছাত্রী উত্ত্যক্তের দায়ে বহিরাগত যুবক আটক

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বহিরাগত এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু উদ্যান থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করে প্রক্টর।
আটককৃত নূর মোহাম্মদ ওবায়দুল্লাহ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের জসিম উদ্দিনের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বিকালে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু উদ্যানে তার সহপাঠীর জন্মদিন পালন করতে যায়। সেখানে তার সহপাঠীর সামনে তার সঙ্গে অশোভন আচরণ করে। এই সময় তার সহপাঠীরা প্রক্টরিয়াল বডিকে অবহিত করে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা  এসে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী ছাত্রী জানান, গত ১৩ অক্টোবর গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ট্রেনে করে ফেরার পথে নূর মোহাম্মদ তার পিছু নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে। আটককৃত যুবক দীর্ঘদিন যাবত তাকে উত্যক্ত করে আসছিল বলেও জানান ওই শিক্ষার্থী।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব বলেন, ছাত্রী উত্যক্তের খবর পেয়ে আমরা সেখানে ছুটে যায়। অভিযুক্ত যুবককে আটক করে পরিচয় জানতে চাই। আমাদের পরিচয় দিতে অস্বীকৃতি জানায়। এবং তার পরিবারের মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানায়। পরে আমরা পুলিশে সোর্পদ করেছি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃজাহাঙ্গীর আলম বলেন,জানতে পারি ওই যুবক বহিরাগত ময়মনসিংহ থেকে। প্রক্টররা আমাদের কাছে সোর্পদ করেছে।আমরা হাটহাজারি থানায় পাঠিয়েছি।
পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি পরিবার কল্যাণ সহকারীদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধতিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ নিহত ৪