চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্বের ঘটনার জের ধরে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে উভয় পক্ষ রামদা, রড এবং লাঠিসোঠা নিয়ে সোহরাওয়ার্দী হল মোড় ও শাহআমানত হলের সামনে অবস্থান নেয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
বিবাদমান গ্রুপ দুইটি হলো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপ ও চসিকের বর্তমান মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী সাবেক সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপ  হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, এ এফ রহমান হলে ভিএক্স নেতাকর্মীদের মিটিং ছিল। সেসময় রব হলে ভিএক্স’র কয়েকজন জুনিয়র কর্মীকে একা পেয়ে সিএফসি কর্মীরা এলোপাথাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলে ভিএক্স পক্ষের কর্মী ও গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের সুইডেন আহম্মেদ আকাশ, তানজিম সাদমান, একই বর্ষের ইসলাম শিক্ষ বিভাগের জাহিদ হাসান, ইতিহাস বিভাগের একই বর্ষের একরামুল হক রিয়াদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বতীয় বর্ষের মাহমুদুল্লাহ রিয়াদ আহত হন। পরে এই ঘটনা নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে সিএফসি কর্মীরা শাহ আমানত হলে ও ভিএক্স কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়। সে সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ উভয় পক্ষকে ধাওয়া দিয়ে দুই হলে তুলে দেয়। দুই পক্ষের কাচের বোতল ও ইট পাটকেল নিক্ষেপে সিএফসি পক্ষের ইসলাম শিক্ষা বিভাগের মাস্টার্সের শরীফ উদ্দীন ও প্রান্ত আহত হন।
চবি মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. উৎপল বলেন, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।‘
এই বিষয়ে জানতে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন,‘গতকালের ঘটনার এখনও সমাধান হয়নি। তবে আমরা সমাধানের চেষ্টা চালাচ্ছি।’
ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘আমরা এ এফ রহমান একটি মিটিং করতেছিলাম। পরে শুনি শহীদ আব্দুর রব হলে সিএফসি কর্মীরা আমাদের কয়েকজন জুনিয়র কর্মীকে মারধর করেছে। এটা খুবই দুঃখজনক।’
পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে জীবন বীমার প্রশিক্ষন উদ্বোধন
পরবর্তী নিবন্ধমার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেল না.গঞ্জের সুমি