চতুর্থ টেস্টেও করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনাভাইরাসের নেগেটিভ ফলাফল এসেছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানানো হয় যে, তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ।

মঙ্গলবার দ্বিতীয় দফায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আসাদুজ্জামান কামাল।

এর আগে, গত শুক্রবার আইইডিসিআরে নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি, তাতে ফল পজিটিভ আসে। পরে রবিবার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

এর পরদিন রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ আসে। মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।

জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, ‘মাননীয় মন্ত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং উনার কোনো ধরনের লক্ষণ নেই।’

পূর্ববর্তী নিবন্ধগভীর সমুদ্রে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান বাংলাদেশের
পরবর্তী নিবন্ধগরু পাচারে জড়িত বিএসএফ কর্মকর্তা গ্রেপ্তার