চট্টগ্রাম-৮ উপনির্বাচনের ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক : কোনো ধরনের উত্তাপ ছাড়াই চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৯০টি কেন্দ্রের সবকটিতে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে সকাল ৮টায় বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোমাল আল মাহমুদ। এর আগে তিনি তার প্রধান নির্বাচনী এজেন্ট আ জ ম নাছির উদ্দিনসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন।

উপনির্বাচনে নোমাল আল মাহমুদ ছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী ভোটে লড়ছেন।

গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি কর্মের মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ করবেন : কাদের
পরবর্তী নিবন্ধটানা চার ম্যাচ হারের পর কোহলিদের পেয়ে জয়ের দেখা কেকেআরের