নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১০ আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসনটিতে মনোনয়ন পেয়েছেন মহানগর ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বাচ্চু।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ২৪ থেকে ২৬ জুন আসনটির জন্য মনোনয়ন ফরম বিতরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফরম সংগ্রহ করেন মোট ২৩ জন।
আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই।
আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুর পর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত ৪ জুন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।