চট্টগ্রাম সাংস্কৃতিক নৃত্য ও শিল্পী গোষ্ঠী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন 

মিয়া বাবলা, চটগ্রাম
চট্টগ্রাম  সাংস্কৃতিক নৃত্য ও শিল্পী গোষ্ঠী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২২জুলাই সন্ধ্যা ৭ টার সময় চট্টগ্রাম  সাংস্কৃতিক নৃত্য ও শিল্পী  গোষ্ঠী সভাপতি ও পরিচালক অনন্যা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী মোঃ তৌহিদুল আলম লিটুর সভাপতিত্বে  ও সহ-সাধারণ  সম্পাদক ও পরিচালক  সোনালী শিল্পী  গোষ্ঠী বেলাল  এর পরচিালনায় শাহ  আমানত সেতু সংলগ্ন কালামিয়া বাজার সিলভার প্যালেস এ অনুষ্টিত হয়। এতে প্রধান  অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন  বিশিষ্টি  সমাজ সেবক ও ব্যবসায়ী সভাপতি পদুয়া বাজার মোঃ শওকত আলী (সেকু), উদ্বোধক ছিলেনে সমাজ সেবক ও পরিচালক.আবহানী ক্লাব,চট্টগ্রাম মোঃমানকি। প্রধান  বক্তা বিশিষ্ট  সমাজ সেবক ও ব্যবসায়ী সৈয়দ মাহমুদ হোসেন (ইলু), বিশেষ  অতিথি বিশিষ্ট   সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী মোঃ সুলতান  শাহ্। এতে আরো উপস্থিত ছিলেন উক্ত  সংগঠনের সিনিয়র সহ- সভাপতি ও জে এস ইভেন্ট ফরিদুল আহম্মদ মিঠু, সাধারণ  সম্পাদক ও পরিচালক আসর শিল্পী  গোষ্ঠী মোঃ জনি, সহ- সভাপতি ও পরিচালক নিঝুম  আকাশ  শিল্পী  গোষ্ঠী মোঃ জামাল, সহ-সাধারণ  সম্পাদক ও পরিচালক সোনালী শিল্পী  গোষ্ঠী মোঃ বেলাল,   যুগ্ম –  সাধারণ সম্পাদক ও পরিচালক  নিউ নচিকতা শিল্পী  গোষ্ঠী মোঃ হানিফ  সুমন,  অর্থ সম্পাদক ও পরিচালক মুনষ্টার ইভেন্ট মোঃ সৈয়দ জাহেদ হোসেন জিকু, সাংগঠনিক  সম্পাদক ও পরিচালক জীবন  সাথী  ইভেন্ট মোঃ এন ইউ জামসেদ, সহ-সাংগঠনিক  সম্পাদক ও পরিচালক এ্যাটম গ্রুপ মোঃ সেলিম, প্রচার  সম্পাদক  ও পরিচালক প্রিডম প্লাস শিল্পী  গোষ্ঠী মোঃরকি,  দপ্তর সম্পাদক ও পরিচালক অসাম ডান্স কালচারাল ইভেন্ট মোঃসাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও পরিচালক বার্জিন টুয়ান্টি নাইন মোঃ মানিক, সাংস্কৃতিক  সম্পাদক ও পরিচালক মা ইভেন্ট মোঃ সাদ্দাম  হোসেন  সানি।  প্রধান  অতিথি  তার বক্তব্যে বলেন, শিক্ষা  জাতির  মেরুদণ্ড  যে, জাতি যতো শিক্ষিত সে জাতি  তত উন্নত, শিক্ষার পাশাপাশি  নৃত্য,গান ও  সাংস্কৃতিক সংগঠনের সাথে থাকলে   মন ও সমাজ সুন্দর  হয়।  উক্ত অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ  করে আরো উপস্থিত  ছিলেন ডান্স বাংলা শিল্পী  গোষ্ঠীর পরিচালক  মোঃ কাসেম সহ চট্টগ্রামের প্রত্যেকটি  এলাকা থেকে আসা প্যাকেজ নৃত্য শিল্পীরা ।
পূর্ববর্তী নিবন্ধভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রসঙ্গে যা বললেন ফখরুল
পরবর্তী নিবন্ধবান্দরবানে আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা