চট্টগ্রাম শিক্ষাবোর্ড : পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ৫

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের
হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
গত বছর এ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ হলেও এবার পাসের হার দাঁড়িয়েছে
৭৮ দশমিক ১১ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন। গতবার এ সংখ্যা ছিল ৮
হাজার ৯৪।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে
ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, গত বছরের চেয়ে পাসের হার এবার কিছুটা বেড়েছে। তবে
সামগ্রিক ফলাফলে আমরা সন্তুষ্ট। সামনে আরও ভালো ফরাফলের আশা রাখেন।

মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৩০টি স্কুল থেকে
১৯০টি কেন্দ্রে ১ লাখ ৪৯ হাজার ৯৯২ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে
ছাত্র পাসের হার ৭৮ দশমিক ১১ এবং ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। তবে
এবারে পাসের হারের দিকে ছাত্ররা এগিয়ে আছে।

এবার শতভাগ পাস এমন বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। গতবার এ সংখ্যা ছিল
২৭। গত বারের মতো এবারও পাসের হার শূন্য এমন কোন বিদ্যালয় নেই।

এসময় বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক
প্রফেসর মো. আবু তাহের, বোর্ড সচিব প্রফেসর মো. শওকত আলম, উপ-পরিচালক (হিসাব ও
নিরীক্ষা) নারায়ণ চন্দ্র নাথ, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান
উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন কারখানায় এইচএফসি ফেজ আউটে ইউএনডিপির সঙ্গে চুক্তি
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ উপলক্ষে মার্সেলের ‘সেরা দামে সেরা টিভি’ অফার