মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ শেরশাহ কলোনি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে অবৈধ দখলদালরা।
সোমবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খান। তিনি জানান, বিকেলে নগরীর শেরশাহ কলোনি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় চসিক। এসময় অবৈধ দখলদালরা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে তারা পুলিশের উপরও হামলা করে। এতে চার পুলিশ আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, শেরশাহ এলাকা থেকে আহত অবস্থায় মুজিবুল হক নামে পুলিশের একজন এএসআই-কে চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।শেরশাহ বাংলা বাজার অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলাঃ চার পুলিশ আহত
মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ শেরশাহ কলোনি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে অবৈধ দখলদালরা।
সোমবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খান। তিনি জানান, বিকেলে নগরীর শেরশাহ কলোনি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় চসিক। এসময় অবৈধ দখলদালরা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে তারা পুলিশের উপরও হামলা করে। এতে চার পুলিশ আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, শেরশাহ এলাকা থেকে আহত অবস্থায় মুজিবুল হক নামে পুলিশের একজন এএসআই-কে চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।